নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও নারী জাগরণের অগ্রদুত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর একশত ৩৮ তম জন্মদিন এবং ৮৬ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার
(০৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান
আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, সহকারি কমিশনার (ভুমি) জেসমিন নাহার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহান প্রমূখ। পরে জয়িতাদের মাঝে ক্রেষ্ট ও সম্মাননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
এছাড়াও উপজেলা প্রশাসন আয়োজিত যথাযোগ্য মর্যাদায় কাউনিয়া হানাদার মুক্ত দিবস পালিত হয়। অন্যদিকে আর্ন্তজাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস-২০১৯ উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি।
-এমআর




No comments:
Post a Comment