Monday, December 9, 2019

আজ কাউনিয়া হানাদার মুক্ত দিবস


নিজস্ব প্রতিবেদকঃ
আজ ডিসেম্বর উত্তরের জেলা রংপুরের কাউনিয়া হানাদার মুক্ত দিবস ১৯৭১ সালের এই দিনে এক রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্যদিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাস্থ করে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধারা রংপুরের কাউনিয়াকে দখল মুক্ত করে স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করেন

প্রাক্তন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সুরুজ্জামান ডেপুটি কমান্ডার আজহারুল ইসলাম জানান, ১৯৭১ সালে ডিসেম্বর পাক-হানাদার বাহিনী তিস্তা রেল সেতুর দক্ষিণ প্রান্তের প্রথম গার্ডারটি বোমা মেরে ভেঙ্গে ফেলে কাউনিয়া উপজেলার শেষ প্রান্ত বুড়ালের ব্রীজ পার হয়ে পীরগাছা উপজেলায় চলে যায় এরপর ডিসেম্বর কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ঢুষমাড়া চরে টেপামধুপুর ইউনিয়নের ভাঙ্গামাল্লী বুড়িরহাটে এবং হারাগাছ ইউনিয়নের হক বাজার টেলিফোন এক্সচেঞ্জে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়

তবে নিয়ে ভিন্নমত প্রকাশ করে অনেকে বলেছেন, কাউনিয়া মুক্ত হয়েছে মুলতঃ ১৫ ডিসেম্বর তাদের মতে, ১৫ ডিসেম্বর পাক-হানাদার বাহিনীর দখল মুক্ত হয়ে কাউনিয়া রেল ষ্টেশন, তকিপল বাজার রেল গেটে সাদা পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কাউনিয়া স্বাধীন হয়েছে

-এমআর

No comments:

Post a Comment