Sunday, November 21, 2021

মহান মুক্তিযুদ্ধে সবাই বাঙ্গালী এক সাথে রক্ত দিয়েছে -বানিজ্যমন্ত্রী টিপু মুনশি

 


নিজস্ব প্রতিবেদকঃ
ঐক্যবদ্ধ আওয়ামী লীগের পতাকা তলে আমরা নৌকা মার্কার লোক। অসম্প্রদায়িক বাংলাদেশের লোক। দেশের মহান মুক্তিযুদ্ধে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান সবাই বাঙ্গালী এক সাথে রক্ত দিয়েছে।

এই ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেছি এখনও করছি। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশটাকে আরও এগিয়ে নিতে হবে।

রোববার (২১ নভেম্বর) বিকেলে নিজ সংসদীয় এলাকা রংপুরের কাউনিয়া উপজেলা সদরে গোপালগঞ্জ সার্বজনীন শ্রীশ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে শারদীয় দূর্গাৎসব কালীপুজা পরবর্তী পুনঃমিলনী অনুষ্ঠানের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন বানিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

দিন সরকারি এক সফরে উপজেলার হারাগাছে একতা ব্রীজ, শহীদবাগে সাব্দী মাদ্রাসা একাডেমিক ভবন, বালাপাড়ায় গোপালগঞ্জ মন্দির টেপামধুপুরে নির্মাণাধীন সুপার মার্কেট পরিদর্শন করেন বানিজ্যমন্ত্রী।

সময় সাথে ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, ইউএনও মোছা. তাহমিনা তারিন, ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আঙ্গুরা বেগম, কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মো. আব্দুল হাকিম প্রমূখ।

বানিজ্যমন্ত্রীর সফর কালে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীগণ ছাড়াও আওয়ামী লীগ তার সহযোগি সংগঠনের জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

No comments:

Post a Comment