নিজস্ব সংবাদদাতাঃ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় রংপুরের কাউনিয়ায় অসচ্ছল ১২ বীর মুক্তিযোদ্ধার আবাসন নির্মাণে দরপত্র লটারী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে লটারীতে কেয়া এন্টারপ্রাইজ রংপুর নির্বাচিত হয়। এতে ১১১ ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে।
উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, ইউএনও মোছা. তাহমিনা তারিন, এসিল্যান্ড মো. মেহেদী হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার সরকার, উপজেলা প্রকৌশলী মো. আসাদুজ্জামান জেমি, পিআইও মো. আহসান হাবীব সরকার, ইউপি চেয়ারম্যান মো. রাকিবুল হাসান পলাশ প্রমূখ।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসচ্ছল ১২ বীর মুক্তিযোদ্ধার প্রত্যেকের আবাসন নির্মাণে প্রাক্কালিক ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা।

No comments:
Post a Comment