নিজস্ব প্রতিবেদকঃ
আগামী
২৮
নভেম্বর রংপুরের কাউনিয়া উপজেলার ৬টি
ইউনিয়ন
পরিষদ
নিবার্চনে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য
এবং
সাধারণ
সদস্য
পদে
৩০৭
জন
প্রার্থীর মধ্যে
শুক্রবার (১২ নভেম্বর) প্রতীক
বরাদ্দ
দেওয়া
হয়েছে।
সুত্র
জানায়,
বালাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো.
আনছার
আলী
(নৌকা),
মো.
নুরুল
হক
(চশমা),
মো.
ইউসুফ
আলী
(ঘোড়া),
সরকার
আবু
ফেরদৌস
মো.
মহসীন
হীরা
(আনারস),
মো:
শফিকুল
ইসলাম
দুলাল
(অটোরিকশা), মো.
মোজাহারুল আলম
বাবলু
(মোটরসাইকেল) এবং
মো.
আব্দুল
মজিদ
(হাতপাখা)।
শহীদবাগ ইউনিয়নে মো.
আব্দুল
হান্নান (নৌকা),
মো.
রমজান
আলী
(ঘোড়া),
মো.
সাখাওয়াত হোসেন
(আনারস)
এবং
মো.
মহসীন
আলী
(হাতপাখা)।
টেপামধুপুর ইউনিয়নে মো.
শফিকুল
ইসলাম
শফি
(নৌকা),
মো.
রাশেদুল ইসলাম
(মোটরসাইকেল), মো.
আমজাদ
হোসেন
(লাঙ্গল),
মো.
নুরুল
আমিন
(হাতপাখা) এবং
মো.
মনিরুল
ইসলাম
(ঘোড়া)।
কুর্শা
ইউনিয়নে মোহাম্মদ হোসেন
সরকার
(নৌকা),
মো.
আব্দুল
মজিদ
(আনারস),
মো.
সাইদুল
ইসলাম
(হাতপাখা)।
হারাগাছ ইউনিয়নে মো.
ইয়াসিন
আলী
বাবু
(নৌকা),
মো.
রাজু
আহমেদ
(আনারস),
মো.
নাজমুল
হোসেন
(হাতপাখা), মো.
মোজাহিদুর রহমান
বসুনিয়া (ঘোড়া),
মো.
আনোয়ার
হোসেন
(ঢোল),
মো.
নুরুল
ইসলাম
(মোটরসাইকেল), মো.
মাহফুজার রহমান
বসুনিয়া (চশমা)।
সারাই
ইউনিয়নে মো.
আশরাফুল ইসলাম
(নৌকা),
মো.
জাহিদুল ইসলাম
জুয়েল
(লাঙ্গল),
মো.
আসাদুল
ইসলাম
(হাতপাখা), মো.
সোহেল
রানা
(আনারস)
এবং
মো.
আজহারুল ইসলাম
(মোটরসাইকেল) প্রতীক
নিয়ে
নির্বাচন করবেন।
এছাড়াও
উপজেলার ৬টি
ইউনিয়নে সংরক্ষিত সদস্য
পদে
৭৬ জন
এবং
২০০
সাধারণ
সদস্য
প্রার্থী বিভিন্ন প্রতীক
নিয়ে
নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
এ
সব
তথ্য
নিশ্চিত করেন
উপজেলা
নির্বাচন কর্মকর্তা মোছা.
সুমিয়ারা পারভীন।
-এমআর

No comments:
Post a Comment