নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় হারাগাছ চরচতুরা প্রশান্ত ভুমিহীন সমবায় সমিতি (সিবিজি) তে উপকরণ বিতরণ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মৎস্য অফিস চত্বরে সমিতির সভাপতি মো. শাহজাহান সাগর ও সম্পাদক মো. শামসুল হকসহ সদস্যদের মধ্যে মৎস্য খাদ্য, কীটবক্স ও বেড় জাল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা তারিন।
উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ ফারজানা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার সরকার, ওসি মো. মাসুমুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হামিদ সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. সামিউল আলম, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল আলম প্রমূখ।

No comments:
Post a Comment