থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমানের নেতৃত্বে এস আই সামিউল ইসলাম সাথে একদল পুলিশ নিয়ে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ খানসামা হাট জিয়া কলোনিতে জুয়ার আসরে হানা দিয়ে জুয়া খেলাবস্থায় হারাগাছ ইউপি সদস্য নাজিরদহ গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে জহুরুল ইসলাম (৫০) একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে ফারুক মিয়া (৫৩) মোতাহার হোসেনের ছেলে মমিনুল ইসলাম (৪৫) জোবেদ আলীর ছেলে ইব্রাহিম আলী (৪০) আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে। এ সময় ৯৫৯০ টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।
ওসি জানান, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে ধৃর্তদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ইউপি সদস্য একজন পেশাদার জুয়ারু তার নেতৃত্বে প্রতিনিয়ত লক্ষ টাকার জুয়া খেলার আসর বসতো।
No comments:
Post a Comment