Tuesday, March 15, 2022

কাউনিয়ায় নারী উন্নয়ন ফোরাম কমিটি গঠন

 


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় নারী উন্নয়ন ফোরাম পরিচালন এবং কার্যকারি কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কার্যকর জবাবদিহিমুলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার (১৫ মার্চ) উপজেলা পরিষদ সভা কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, প্রকল্পের জেলা সমন্বয়কারী মতিউর রহমান প্রমূখ।

উপজেলার হারাগাছ পৌরসভাসহ ৬টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যবৃন্দ কর্মশালায় অংশ গ্রহণ করেন। পরে সংরক্ষিত নারী সদস্যগণের প্রত্যক্ষ ভোটে নারী উন্নয়ন ফোরাম কমিটি গঠন করা হয়।

No comments:

Post a Comment