Wednesday, March 16, 2022

কাউনিয়ায় নারী উদ্যোক্তাদের ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের সাথে কর্মশালা

 


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় নারী উদ্যোক্তাদের ব্যবসায় আর্থিক প্রবেশাধিকার নিশ্চিতকরণে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আরডিআরএস বাংলাদেশ রি-কল প্রকল্পের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পের কো-অডিনেটর কৃষিবিদ হাফিজুর রহমান রাজুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন।

বক্তব্য রাখেন- প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফসানা জাহান, সোনালী ব্যাংক ম্যানেজার বিপ্লব কুমার মোহন্ত, জনতা ব্যাংক সিনিয়র অফিসার হোসাইন আহমেদ, দারিদ্র বিমোচন কর্মকর্তা নুরনবী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন ম্যানেজার সুজন মিয়া, একটি বাড়ি একটি খামার পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার ময়েন উদ্দিন চিশতী, নারী উদ্যোক্তা ফরিদা বেগম, বিলকিস বেগম, বাসন্তী রানী প্রমূখ।

কর্মশালায় নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রাপ্তির বিষয়ে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া উপজেলার সরকারী দপ্তরগুলো সহযোগিতার হাত বাড়াবেন বলে সিদ্ধান্ত হয়। কর্মশালায় ১৬ জন নারী উদ্যোক্তা, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ ৩০ জন অংশ নেয়।

No comments:

Post a Comment