Tuesday, March 29, 2022

কাউনিয়ায় এসডিএফ’র অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

 


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় মঙ্গলবার (২৯ মার্চ) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিনের সভাপতিত্বে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর শাখা রেজিলিয়েন্স এক্ট্রাপেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার জেলা ব্যবস্থাপক নাছরুল্লাহ এফ খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের ব্যবস্থাপক তাজুল ইসলাম তালুকদার, আঞ্চলিক ব্যবস্থাপক তাজমুল ইসলাম, রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক দেলোয়ার হোসেন প্রমূখ।

সংশ্লিষ্ট বক্তারা জানান, এসডিএফ বাংলাদেশ সরকারের আওতাধীন একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়ে গ্রামীণ দরিদ্র অতি দরিদ্র জনগোষ্ঠির আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে। 

তারই ধারাবাহিকতায় রংপর জেলার ৪টি উপজেলার শটি গ্রামের ১৭ হাজার পরিবারের ভাগ্য উন্নয়নে কাজ করছে। বর্তমানে সংস্থাটির শাখা রেজিলিয়েন্স এক্ট্রাপেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) এর কার্যক্রম শুরু হয়েছে।

সভায় ঈমাম, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

No comments:

Post a Comment