Wednesday, May 11, 2022

কাউনিয়ায় ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

 

নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষকের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ মে) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকের হাতে একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই কৃষক হলেন, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের মৃত তোফায়েল হোসেনের ছেলে ছারফান আলী।

সময় উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল আলম কল্লোল কিশোর সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, কম্বাইন্ড হারভেস্টার মেশিনটির মূল্য ৩১ লাখ ৩০ হাজার টাকা। সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিনটি ৪০ শতাংশ ভর্তুকিতে কৃষকের মধ্যে বিতরণ করা হয়েছে। মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ধান বস্তায় ভরাও যাবে।

উপজেলায় নিয়ে ৯টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। সরকারের কৃষি বিভাগের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। ইতোমধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ধান চাষিদের মধ্যে সাঁড়া ফেলেছে।

No comments:

Post a Comment