Saturday, June 4, 2022

কাউনিয়ায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ

 

নিজস্ব প্রতিবেদক 
দেশব্যাপী বিএনপির নৈরাজ্য ষড়যন্ত্র, স্বাধীনতা বিরোধীদের উস্কানিমূলক বক্তব্য এবং শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রংপুরের কাউনিয়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ। শনিবার ( জুন) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ এই বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করে। 

বিক্ষোভ সমাবেশে উপজেলার হারাগাছ পৌরসভাসহ ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, মাহিলা লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের হাজারো নেতা-কর্মীবৃন্দ যোগ দেয়। উপজেলা .লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে বাসস্ট্যান্ডে এক সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, জেলা আ.লীগ সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, জয়নুল আবেদীন, সাইফুল ইসলাম সেলিম, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আনছার আলী প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল জলিল। 

বক্তারা শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানান এবং বিএনপি স্বাধীনতা বিরোধীদের শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস প্রতিহত করতে নেতা-কর্মীদের সোচ্চার থাকার আহবান জানান।

বক্তারা
বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতেই ৭১’র পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং জাতির পিতার হত্যাকারী ৭৫’র খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্রের সাথে জড়িতদের রাজনৈতিকভাবে মাঠে থেকে মোকাবিলা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

-এমআর

No comments:

Post a Comment