নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় নছিরন বেগম নামে ষাটোর্ধ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (০১ নভেম্বর) সকালে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে রেললাইনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার পোরশি গ্রামের মৃত তছির উদ্দিনের স্ত্রী নছিরন বেগম ভিক্ষা বৃত্তিতে এসে অসাবধানতা বসতঃ রেললাইন পার হওয়ার সময় পার্বতীপুর থেকে বুড়িমারীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
কাউনিয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই ফারুক হোসেন জানান, নিহতের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় বৃদ্ধা নছিরন বেগমের লাশ ময়নাতদন্ত ছাড়াই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এমআর

No comments:
Post a Comment