Tuesday, November 30, 2021

কাউনিয়ায় ভোক্তা অধিকার সচেতনতায় সেমিনার

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ, বাস্তবায়ন অধিতর প্রচারের লক্ষ্যে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক এক সেমিনার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, ইউএনও মোছা. তাহমিনা তারিন, এসিল্যান্ড মো. মেহেদী হাসান, কৃষি অফিসার মোছা. শাহানাজ পারভীন, শিক্ষা অফিসার মো. আব্দুল হামিদ সরকার, সমাজসেবা অফিসার মো. সামিউল আলম প্রমূখ।

সময় উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য, ব্যবসায়ি সংগঠন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে ভোক্তার অধিকার দায়িত্ব, ভোক্তা অধিকার বিরোধী কার্য অপরাধ এবং দন্ড সম্বন্ধে ব্যাপক প্রচারণা প্রয়োগ সম্পর্কিত সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

No comments:

Post a Comment