নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের কাউনিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র ২ চেয়ারম্যান ৬ সাধারণ সদস্য ১ সংরক্ষিত সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ সব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
রিটানিং অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার জানান, চেয়ারম্যান পদে শহীদবাগ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাতেন সরকার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রিটানিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম জানান, সাধারণ সদস্য পদে টেপামধুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রার্থী আজিজার রহমান ও নুর মোহাম্মদ, কুর্শা ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রার্থী মোহাম্মদ হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
তিনি জানান, টেপামধুপুর ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে রুপিয়া বেগম একক প্রার্থী হওয়ায় তিনি বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার সুমিয়ারা পারভীন জানান, হারাগাছ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এনামুল হক, সাধারণ সদস্য পদে ২নং ওয়ার্ডের আহাম্মদ হোসেন ও ৬নং ওয়ার্ডের ছামেস উদ্দিন, সংরক্ষিত সদস্য পদে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নাজমুন্নাহার বেগম এবং সারাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ পদের প্রার্থী নুরুল হুদা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
তিনি জানান, উপজেলার ৬টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩১ সংরক্ষিত সদস্য পদে ৭৬ সাধারণ সদস্য পদে ২০০ জন প্রার্থী ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ পাবেন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।

No comments:
Post a Comment