নিজস্ব প্রতিবেদকঃ
দলীয় প্রতীকে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের কাউনিয়া উপজেলার ৬ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বালাপাড়া ইউপি চেয়ারম্যান মো. আনছার আলী, শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান ও সারাই ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশরাফুল ইসলাম ব্যাপক ভোট ব্যবধানে পুনরায় নৌকার মাঝি হলেও বিদ্রোহী প্রার্থী হয়ে টেপামধুপুর ইউপি মো. রাশেদুল ইসলাম (মোটর সাইকেল) এবং কুর্শা ইউপি আলহাজ্ব আব্দুল মজিদ (আনারস) দখলে নিয়েছেন। আর হারাগাছ ইউনিয়নে নৌকা ডুবিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রাজু আহমেদ (আনারস)।
অন্যদিকে টেপামধুপুর ইউপিতে ভোটের লড়াইয়ে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী এ্যাডভোকেট আমজাদ হোসেন জামানত হারালেও সারাই ইউনিয়নে লাঙ্গল প্রতীক নিয়ে নৌকার সাথে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহিদুল ইসলাম জুয়েল। অন্য ৪ ইউনিয়নে প্রার্থী সংকটে জাতীয় পার্টির প্রতীক শূণ্য ছিল। এছাড়া নির্বাচনে অংশ নিয়ে ৬ ইউনিয়নের ৫টিতে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা মার্কার প্রার্থীরা তাদের জামানত হারিয়েছেন। সুশিল সমাজ বলছেন, ৬ ইউপি নির্বাচনে ভোটের সমীকরণে নৌকার ধরাশায়ী বিদ্রোহী হাতপাখার ভরাডুবি লাঙ্গলে দুর্দিন।

No comments:
Post a Comment