Wednesday, March 2, 2022

কাউনিয়া কলেজে নবীনদের ওরিয়েন্টেশন ক্লাস

 


নিজস্ব সংবাদদাতা 
নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রংপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাউনিয়া কলেজ ক্যাম্পাস। বুধবার (০২ মার্চ) কাউনিয়া কলেজ হলরুমে একাদশ শ্রেণীর মানবিক, বিজ্ঞান ব্যবসায় শিক্ষা শাখায় ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

পরিচিতি পর্ব পর ফুলেল শুভেচ্ছায় নবাগত শিক্ষার্থীদের বরণ শেষে সহকারী অধ্যাপক সৈয়দ মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম।

বক্তব্য রাখেন- কলেজ পরিচালনা পর্ষদ সদস্য হাবিবুর রহমান হাবিব আমীন আনছারী, সহকারী অধ্যাপক . জালাল উদ্দিন মোল্লা, সহকারী অধ্যাপক মোছাব্বেরা খানম, সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র, সহকারী অধ্যাপক দেবাশীষ মহন্ত, প্রভাষক শাহ্ রায়হান, কলেজ ছাত্রলীগ সভাপতি আলী আকবর হালিম, নবীন শিক্ষার্থী ইসমত জান্নাত, সঞ্জিতা আক্তার, আহলাদ হাসান তালেব প্রমূখ। সঞ্চালনায় ছিলেন প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা।

 

No comments:

Post a Comment