Tuesday, April 26, 2022

কাউনিয়ায় জমিসহ ঘর পেলো ৪০ পরিবার

 

নিজস্ব সংবাদদাতা 
দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে রংপুরের কাউনিয়া উপজেলায় জমিসহ ঘর পেয়েছে ৪০টি ভূমিহীন গৃহহীন পরিবার।

মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশে গৃহ হস্তান্তর উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে ওই সকল ভুমিহীন পরিবারের মধ্যে জমির দলিল হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।

সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রাব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, রাজু আহমেদ, স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান, শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম প্রমূখ।

ইউএনও তাহমিনা তারিন বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি ভুমিহীন গৃহহীন মানুষকে জমি ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় উপজেলায় ৩য় পর্যায়ে শ্রেণীতে যাদের জমিও নেই বাড়িও নেই এমন ৪০টি পরিবারকে জমিসহ ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment