Thursday, May 19, 2022

কাউনিয়ায় শিশু আঞ্জুয়ারার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়ায় শিশু আঞ্জুয়ারা হত্যার সুষ্ঠু বিচার হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়েছে পরিবার এলাকাবাসী। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে উপজেলা সদরে বাসস্ট্যান্ড এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে সুষ্ঠু বিচার হত্যাকারীদের ফাঁসির দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে পরিবার স্থানীয় লোকজন। মানববন্ধনে অংশ নেয় নিহত আঞ্জুয়ারার বাবার বাড়ির পক্ষের শতশত নারী-পুরুষ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধন কালে নিহত শিশুটির বাবা আমজাদ হোসেন বলেন, তার শিশু মেয়েকে নির্মমভাবে যারা হত্যা করেছে তারা এলাকায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। মেয়ের হত্যার সুষ্ঠু বিচার চাইতে গেলে আসামীরা নানা ভাবে হুমকী দিচ্ছে। নিহত শিশুটির মা আগেকা বেগম বলেন, যারা আমার অবুঝ শিশু মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে, সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের ফাঁসি চাই। যাতে প্রতিবেশী সন্ত্রাসীরা এভাবে যেন কোন মায়ের বুক খালি করতে না পারে। নিহত শিশুটির চাচা সিনবাদ বলেন, আসামীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকীও দিচ্ছে।

বক্তারা, হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান। উল্লেখ্য, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে জমির সীমানা চিহ্নিত করাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত শিশু আঞ্জুয়ারা তিনদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১২ মে ভোরে মারা যায়। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। 

No comments:

Post a Comment