নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় ইউনিয়ন পর্যায়ে প্রকল্প সমাপনী ও লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) সকাল ১১টায় শহীদবাগ ইউনিয়ন পরিষদ হলরুমে আরডিআরএস বাংলাদেশ রি-কল ২০২১ প্রকল্প আয়োজনে অক্সফ্যাম সহায়তায় এ সমাপনী সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান।
বক্তব্য রাখেন- প্রকল্পের জেলা সমন্বয়কারী কবীর আলম, ইউপি সদস্য সোলায়মান আলী, বেলাল হোসেন, আমিনুল ইসলাম, রাজু আহামেদ, কাওছার আলী, গোলাপী বেগম, ফাতেমা বেগম, সাংবাদিক মিজানুর রহমান, আসাদুজ্জামান আসাদ, স্বপ্ন ছোঁয়া সামাজিক যুব সংগঠনের সভাপতি সোহেল রানা, সিবিএ নেত্রী নাছিমা আক্তার, মোরশেদা বেগম, ফিল্ড অফিসার রুহুল আমিন সরকার, মাসুদ রানা, আনোয়ার হোসেন প্রমূখ।
প্রকল্পের সমাপনী সভায় ইউনিয়ন পর্যায়ে মানুষের জীবন-জীবিকার মান উন্নয়নে কর্মপরিকল্পনা এবং ইউনিয়ন পরিষদ তথা সরকারি দপ্তর গুলোর নানা কর্মকান্ডের সাথে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ইউপি চেয়ারম্যানসহ সদস্যগণ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

No comments:
Post a Comment