Wednesday, May 11, 2022

কাউনিয়ায় তিস্তা কনভেনশন সফল করার লক্ষ্যে গনসংযোগ

 

নিজস্ব সংবাদদাতা 
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে আগামী ১৪ মে তিস্তা কনভেনশন সফল করার লক্ষ্যে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চরগনাই দুদুর বাজার এলাকায় গনসংযোগ মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মে)  সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কাউনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কনভেনশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি।

এতে বক্তব্য রাখেন- ইউপি সদস্য আব্দুল মতিন, জহির উদ্দিন, টেপামধুপুর ইউনিয়ন কমিটির সভাপতি দুদু মিয়া প্রমুখ। সভায় কনভেনশন সফল করতে সবার প্রতি আহবান জানানো হয়।

No comments:

Post a Comment