Sunday, November 3, 2024

কাউনিয়ায় মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বালাপাড়া ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা বিএনপি কার্যালয়ে কর্মী সম্মেলন আয়োজন করা হয়।

উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল গফুর মোল্লা এতে সভাপতিত্ব করেন। কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, বালাপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ্ জাহান মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ন আহ্বায়ক আসিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ফরিদুল ইসলাম।

ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের প্রতি সকল অপশক্তি বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা। কর্মী সম্মেলনে উপজেলা বিএনপি তার অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমআর

No comments:

Post a Comment