Wednesday, March 23, 2022

কাউনিয়ায় ভারতীয় হাই কমিশনের রক্তদান কর্মসূচি

 


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল বাজার শ্রী শ্রী কালীমন্দির প্রাঙ্গণে ভারতীয় হাই কমিশনের আয়োজনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে স্বীয় রক্তদান করে কর্মসূচির উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশন রাজশাহী এর সহকারি হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মুসলমান ভাই বোনদের প্রতি আসন্ন পবিত্র রমজান বাঙ্গালীর প্রিয় বৈশাখকে ঘিরে অগ্রীম শুভেচ্ছা জানান সঞ্জীব কুমার ভাটি। বক্তব্যে তিনি ধর্মীয় সম্প্রীতী পারস্পরিক সৌহার্দ্যবোধের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেন। সেচ্ছায় রক্তদান এবং বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে মাস্ক পরিধানের আহবানও জানান তিনি।

সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি গনেশ গোস্বামী, সাধারণ সম্পাদক কমল সরকার টিপু, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক পরেশ চক্রবর্তী, যুগ্ম আহবায়ক অভয় চন্দ্র বর্মনসহ বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ।

উপজেলায় ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণসহ শ্মশান ঘাট উন্নয়নে ভারতীয় হাই কমিশনের সহযোগিতা সাহায্য কামনা করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় মন্দির কমিটি গুলোর নেতৃবৃন্দদের মধ্যে গীতা বিতরণ করা হয়।

No comments:

Post a Comment