Thursday, March 24, 2022

কাউনিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এনজিও কর্মী গ্রেফতার


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউপির নিলাম খরিদা সদরা গ্রামে দশ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে ঠেঙ্গামাড়া সবুজ সংঘ (টিএমএসএস) অন্নদানগর পীরগাছা শাখার মাঠকর্মী আব্দুল কাদের (৩৫) নামে  এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার শিশুটির নানী বাদী হয়ে থানায় মামলা করলে ওইদিন রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। সে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী পশ্চিম দৌজর এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে।

পরিবার মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে ঋণের কিস্তি নিতে মৃত বিপুল চন্দ্র রায়ের বাড়ীতে আসেন ঠেঙ্গামাড়ার মাঠকর্মী আব্দুল কাদের। বাড়িতে কোন লোকজন না থাকার সুযোগে অভিযুক্ত মাঠকর্মী আব্দুল কাদের স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ওই শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে টাকা দেয়ার লোভ দেখিয়ে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। সময় শিশুটির চিৎকারে পাশের বাড়ীর চাচী এসে ঘটনাটি দেখে ফেলেন। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় ওই এনজিও কর্মীকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আব্দুল কাদেরকে গ্রেফতার করে বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে কোর্টে সোপর্দ করা হয়েছে। নির্যাতনের শিকার শিশুর জবানবন্দি গ্রহণ ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment