Monday, March 7, 2022

কাউনিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালন

 


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক মার্চ জাতীয় দিবস ২০২২ পালন করেছে উপজেলা প্রশাসন। কর্মসূচিতে ছিলো- চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর কালজয়ী মার্চের ভাষণ, আলোচনা সভা, পুরুস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার দিবসের সকালে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আরিফ মাহফুজ প্রমূখ।

এরআগে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে বিনম্র ফুলেল শ্রদ্ধা জানায়। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment