মামলা সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার শিশুটির পরিবার অভিযুক্ত সোহরাব আলীর পূর্বপরিচিত প্রতিবেশী। সেই সুবাদে আগে থেকেই শিশুটির বাড়িতে সোহরাব আলীর যাতায়াত ছিল। গত ৫ মার্চ দুপুর ১টার দিকে শিশুটিকে বাড়িতে রেখে তার মা পাশের বাড়িতে কাপড় সেলাই করতে যান।
এ সুযোগে সোহরাব আলী শিশুটিকে ফুসলিয়ে মোবাইলে ভিডিও দেখার কথা বলে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু শিশু হওয়ায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে সটকে পড়ে সোহরাব আলী। পরে শিশুটির মা বাড়িতে এসে শিশুটিকে ভয়ে ভিন্ন ভঙ্গি আচরণ দেখতে পায়। জিজ্ঞাসা করলে শিশুটি তার মা ও এলাকাবাসীকে সব ঘটনা খুলে বলে।
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত সোহরাব আলীকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে। নির্যাতনের শিকার শিশুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment