জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে কাউনিয়া উপজেলা প্রশাসন বাস্তবায়নে তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহম্পতিবার (২১ এপ্রিল) সকালে টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিনের সভাপতিত্বে সমাপনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।
বৃহম্পতিবার (২১ এপ্রিল) সকালে টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিনের সভাপতিত্বে সমাপনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম প্রমূখ।
উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত সদস্যবৃন্দ এ অবহিতকরণ কোর্সে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মুল্যায়ন ভিত্তিতে ইউপি সদস্যদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

No comments:
Post a Comment