নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় গাঁজার গাছ ও শুকনো গাঁজাসহ আয়নাল হক দয়াল (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার
(২৪ এপ্রিল) বিকেলে তাকে উপজেলা সদরের মধ্য হরিশ্বর গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত হাতেম আলীর ছেলে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা সেবন, বিক্রি ও চাষ করতেন। গোপন সংবাদ পেয়ে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়।
এ সময় তার বসত ঘরে তল্লাশী চালিয়ে ২শ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির কিছুটা দুরে নিজের আখ ক্ষেতের জমি হতে গাঁজার ২টি গাছসহ তাকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, ধৃতের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment