তিনি পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পশুরাম গ্রামের হরিশ চন্দ্রের ছেলে। বর্তমানে তিনি কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে আরাজি কানুয়া গ্রামে ভাড়া বাসায় থাকতেন।
পরিবার ও পুলিশ জানায়, টেপামধুপুর ইউনিয়নে জামতলা এলাকার নব মুসলিম শহিদুল ইসলাম জিহাদী রোববার বিকেলে বাই সাইকেল নিয়ে স্থানীয় টেপামধুপুর হাটে বাজার করতে যান। বাড়িতে এসে ইফতার করার কথা থাকলেও ফিরলেন তিনি লাশ হয়ে।
বাদ মাগরিবের কিছুপর জনৈক পথচারী জিগাবাড়ী ইন্তাজ ডাক্তারের মোড় এলাকায় টর্স লাইটের আবছা আলোয় রাস্তার ধারে ধান খেতে একটি লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। নিমিষেই বহু লোক জড়ো হয়ে যায়। পুলিশ খবর পেয়ে এসে লাশ উদ্ধার করে।
নিথর শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশের পাশে তার বাই সাইকেলটিও পড়ে ছিলো। টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন।
তবে মৃত্যুর কারণ জানাতে পারেনি কেউ। অনেকে ধারণা করছেন বাইসাইকেল থেকে ধান ক্ষেতে পড়ে গিয়ে আঘাত পেয়ে নয়তো হার্ড এ্যাটাক করে মারা যেতে পারেন এ নব মুসলিম।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

No comments:
Post a Comment