Monday, April 11, 2022

কাউনিয়ায় নকল সার-কীটনাশক জব্দ ৩ ব্যবসায়ীর অর্থদন্ড

 


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে নকল সার কীটনাশক বিক্রির অপরাধে ব্যবসায়ীর অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। অভিযান কালে হাজার ২০৬ কেজি নকল রাসায়নিক সার এবং ৫২ লিটার ভেজাল কীটনাশক জব্দ করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) এক্সিকিউটিভ ম্যাজিট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন অভিযান পরিচালনা করেন। সময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল আলম কল্লোল কিশোর সরকার, এসআই সামিউল আলম প্রমূখ।

দিনব্যাপি এক অভিযানে হারাগাছ পৌরসভার হাসান মন্ডলের মিতু সার ঘর, মীরবাগ বাসস্টান্ডে দীপক ভুঁইয়ার ভুঁইয়া সার ঘর, তকিপল বাজারের মেনাজ উদ্দিনের মিতু সার ঘর, কাউনিয়া রেলগেটের রুহুল আমিনের দোকান, শহীদবাগ বেরেন্টের বাজারে সুরুজ্জামানের দোকান এবং টেপামধুপুর বিশ্বনাথ নতুন বাজারে মোস্তাফিজার মোস্তা মেম্বারের দোকান থেকে এসব নকল সার ভেজাল কীটনাশক জব্দ করা হয়।

এরমধ্যে নকল সার কীটনাশক রাখার দায়ে হাসান মন্ডল, দীপক ভুইয়া মেনাজ উদ্দিন প্রত্যেকের হাজার টাকা করে অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত।

কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, রাসায়নিক বিশ্লেষণে ভেজাল প্রমাণিত সারসহ কাউনিয়ায় পূর্বে জব্দকৃত ভেজাল-অনুমোদনহীন নকল হাজার চারশো কেজি সার কীটনাশক মাটি খুড়ে পুতে ধ্বংস করা হয়েছে। ভেজাল রোধে এমন অভিযানকে সাধুবাদ জানিয়ে তা অব্যাহত রাখার দাবী জানান স্থানীয় কৃষকরা।

No comments:

Post a Comment