নিজস্ব প্রতিবেদক
রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বুদ্ধির বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উম্মুক্ত জলাশয় একক দখলমুক্ত করে এলাকাবাসী সম্মিলিত ভাবে এবারো পোনা মাছ অবমুক্ত করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে স্থানীয় হানিফের বাড়ি হতে বুদ্ধির বাজার পর্যন্ত বড়পিট সুফলভোগি মৎস্য খামারে ৭০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
সুফলভোগি সবুজ মিয়া জানান, এই জলাশয়ে এলাকার ৩২ জন সদস্য মিলে মাছ চাষ শুরু করা হয়েছে। পাউবোর প্রকল্পে এই জলাশয় খনন করা হলেও ইজারা প্রক্রিয়া স্থগিত থাকার সুযোগে জনৈক ব্যক্তি জমির মালিকানা দাবী করে কৌশলে বিজ্ঞ আদালতের আদেশ নিয়ে ২০১৬ সাল থেকে ২০২২ পর্যন্ত একাই পুরো জলাশয় ভোগদখল করে ছিলেন। এরআগে সকল সুফলভোগি পাউবোর ইজারা সাপেক্ষে এই জলাশয়ে মাছ চাষ করেন।
পেয়ারা বেগম জানান, ‘আমরা সবাই মিলে মাছ ছেড়ে ছিলাম। পাঁচ বছর যাবৎ মাছও খাইছি। পরে মিথ্যা মামলায় জড়িয়ে আমাদের বাদ দিয়ে প্রভাব খাটিয়ে জনৈক ব্যক্তি একাই মৎস্য খামার দখলে নেয়।’
তবে বিগত দুইবছর ধরে পুনরায় এ জলাশয়ে সম্মিলিত ভাবে মাছ চাষ করতে পেরে আনন্দিত সুফলভোগিবৃন্দ। তাদের মধ্যে নবীর উদ্দিন, ভুট্টু মিয়া, ছামসুল হক, মহসীন আলীসহ অনেকেই এমন-কী বোবা জাবেদ আলী তার ইশারা-ইঙ্গিতে এসব ঘটনার একই অভিব্যক্তি।
এমআর

No comments:
Post a Comment