নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় থামছেনা চুরি! এবার দিনদুপুরে তকিপল হাট টু রেলগেট সড়ক থেকে অটোরিক্সা চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় জনমনে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি অটোরিক্সা চালক ওমর ফারুক। তিনি লালমনিরহাটের তিস্তা চরগোকুন্ডা গ্রামের মোহাম্মদ আলী ছেলে।
অটোরিক্সা চালক ওমর ফারুক জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে তিস্তা বাসস্ট্যান্ড হতে অনুমান ৪০ বছর বয়সের এক অচেনা ব্যক্তি যাত্রী হিসেবে উঠে কাউনিয়া কলেজে আসতে বলে। তাকে নিয়ে তকিপল হাটের নিকট আসলে সে কাউনিয়া কলেজের পরিবর্তে কাউনিয়া রেলগেটে যাওয়ার জন্য বলে। কিন্তু রেলগেট পৌঁছানোর কিছুদুর আগে সে অটোরিক্সাটি দ্বার করায় এবং একজন লোক দেখিয়ে দিয়ে তাকে ডেকে আনতে বলে। লোকটিকে ডাকতে গেলে এই সুযোগে যাত্রীবেশে ব্যক্তি অটোরিক্সাটি নিয়ে সটকে যায়। পরে অনেক খোঁজাখুজি করেও অটোরিক্সার হদীস পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা বলছেন, সম্প্রতি মোটর সাইকেল ও অটোরিক্সা চুরি বৃদ্ধি পেলেও তা অভিযোগেই সীমাবদ্ধ থাকছে, পুলিশী তৎপরতার অভাবে একটিও উদ্ধার হয়নি। কাউনিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক শামসুজ্জামান জানান, এ বিষয়ে ভুক্তভোগি ও তার পরিবারের লোকজনসহ ঘটনাস্থলে খোঁজখবর নেওয়া হচ্ছে। চোর সনাক্ত ও অটোরিক্সাটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এমআর

No comments:
Post a Comment