Monday, November 15, 2021

কাউনিয়ায় আ.লীগের বিদ্রোহী ৫ চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

 


নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের কাউনিয়ায় ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে ইউনিয়নে .লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন- বালাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী উপজেলা .লীগের আইন বিষয়ক সম্পাদক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা (আনারস) উপজেলা যুব লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. ইউসুফ আলী (ঘোড়া)

টেপামধুপুর ইউনিয়ন .লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রাশেদুল ইসলাম (মোটরসাইকেল), কুর্শা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আব্দুল মজিদ (আনারস)।

হারাগাছ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী উপজেলা .লীগের সহ-সভাপতি মো. মাহফুজার রহমান (চশমা) দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ।

সোমবার (১৫ নভেম্বর) বহিষ্কারের বিষয়ে নিশ্চিত করেন উপজেলা .লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান।

তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে তারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এতে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তারা।

.লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাদেরকে সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা .লীগের জরুরী সভার সিদ্ধান্তক্রমে বহিষ্কার করা হয়।

No comments:

Post a Comment