নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় ২০২১-২২ অর্থবছরে উপজেলা পরিষদের অর্থায়নে আখের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ফিলিপাইন জাতের আখের চারা ২০ জন প্রান্তিক চাষির মধ্যে বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। রোববার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের কৃষি অফিস চত্বরে আখের চারা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান
আনোয়ারুল ইসলাম মায়া।
এ সময় উপস্থিত ছিলেন- ইউএনও মোছা. তাহমিনা তারিন, কৃষি কর্মকর্তা মোছা. শাহানাজ পারভীন, সমাজসেবা কর্মকর্তা মো. সামিউল আলম, পিআইও মো. আহসান হাবীব
সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুল আলম ও কল্লোল কিশোর সরকার প্রমূখ। বিনামূল্যে প্রত্যেক চাষিকে ১০০ করে আখের চারা দেওয়া হয়।

No comments:
Post a Comment