নিজস্ব সংবাদদাতা
রংপুরের
কাউনিয়ায় অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকা পরিবার। রোববার (২৭ ফেব্রুয়ারী) পশ্চিম নিজপাড়া কৃষক সমবায় সমিতি কার্যালয় চত্বরে বিভিন্ন গ্রামের ৫০ জন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান মো. আনছার আলী। আমন্ত্রিত অতিথি ছিলেন ওসি (তদন্ত) মো. সেলিমুর রহমান।
উপস্থিত ছিলেন- প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, নির্বাহী সম্পাদক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমেদ, বালাপাড়া বনিক সমবায় সমিতির সভাপতি আব্দুস ছালাম, পশ্চিম নিজপাড়া কৃষক সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রহলাদ চন্দ্র বর্ম্মন, সহ-সভাপতি নাছির উদ্দিন, পরিচালক আজগর আলী, উপজেলা আ.লীগ সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগ নেতা ফিরোজ সরকার, আ.লীগ নেতা মশিয়ার রহমান মুশি প্রমূখ।
প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল বৈশ্বিক মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র মানুষদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
No comments:
Post a Comment