এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ, সাংবাদিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
পরে উপজেলা পরিষদ চত্বরে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যূরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিনব্যাপি কর্মসুচিতে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের তালে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের
সংবর্ধনা, চিত্রাঙ্কন, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
এছাড়া উপসনালয় গুলোতে মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয়।
দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, ইউএনও তাহমিনা তারিন, এসিল্যান্ড মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, ওসি মাসুমুর রহমান, ইউপি চেয়ারম্যান আনছার আলী প্রমুখ।

No comments:
Post a Comment