Sunday, March 27, 2022

কাউনিয়ায় কুচকাওয়াজ-ডিসপ্লে চ্যাম্পিয়ন টাচ্ স্টোন মডেল স্কুল

 


নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা জাতীয় দিবস ২০২২ উপলক্ষে মনোমুগ্ধ কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শন করে গ্রুপে অংশ নিয়ে বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সনামধন্য বিদ্যাপীঠ টাচ্ স্টোন মডেল স্কুল। শনিবার (২৬ মার্চ) কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ডিসপ্লে অনুষ্ঠান সর্বস্তরের মানুষ প্রত্যক্ষ করেন। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে স্কুলের পরিচালক শাহ্ মো. জাহাঙ্গীর আলম জনি ও মো. করিমুজ্জামান এর হাতে কুচকাওয়াজ  ডিসপ্লেতে চ্যম্পিয়ন ক্রেষ্ট তুলে দেন ইউএনও তাহমিনা তারিনসহ অতিথিবৃন্দ।

কুচকাওয়াজে একদল টাচ্ স্টোন মডেল স্কুল শিক্ষার্থীর সারিবদ্ধ সালাম প্রদান আর নির্ধারিত সময়ে বিষয়ভিত্তিক ডিসপ্লে প্রদর্শনে অপরাজয় বাংলা, সাবাস বাংলাদেশ, শহীদ মিনার, রক্তাক্ত বঙ্গবন্ধু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাস্কর্য আদলে সাজানো মঞ্চে ৭১ রাজাকারদের সহযোগিতায় মুক্তিকামী বীর বাঙ্গালী নিরিহ নারীদের ওপর পাক-বাহিনীর জঘন্য নির্মম কর্মযজ্ঞ ঘিরে স্কুলটির ছাত্র-ছাত্রীদের পরিবেশনা মন কেড়েছে বিচারকমন্ডলী, দর্শক-শ্রোতা সবার।


No comments:

Post a Comment