Sunday, March 27, 2022

কাউনিয়ায় খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ শুরু

 


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) বাস্তবায়নে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে প্রশিক্ষণ শুরু করা হয়েছে।

রোববার (২৭ মার্চ) সকালে উপজেলা পরিষদের টিপু মুনশি অডিটোরিয়ামে তিন দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী।

প্রশিক্ষক হিসেবে ছিলেন বারটান এর রংপুর আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মারুফুর রহমান, সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার রাকিবুল আলম প্রমূখ।

প্রশিক্ষণে পৃথক ব্যাচে উপ-সহকারি কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণী অন্যান্য মিলে ৬০ জন অংশ গ্রহণ করেন।

No comments:

Post a Comment