নিজস্ব প্রতিবেদক
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির জীবনে অনন্য সাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় দিনটি। স্বাধীনতার এদিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন দেশমাতৃকার জন্য আত্মদান করা বীর সন্তানদের।
১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চের কালরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালীদের কন্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে সারাদেশে ঘুমন্ত নিরস্ত্র বাঙালীদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিক ভাবে
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ মানুষের আত্মদান, ৩ লাখ নারীর সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির মধ্যদিয়ে অর্জিত হয় বিজয়। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন এক বাংলাদেশ। এদিনে প্রতিবছরের ন্যায় যথাযোগ্য মর্যাদায় সারা দেশে নানা কর্মসুচির মধ্যদিয়ে পালিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

No comments:
Post a Comment