নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানাপুলিশ। সোমবার (২৮ মার্চ) রাত সোয়া ১১টার দিকে উপজেলার আর-কে রোডে হলদীবাড়ী রেলগেট শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে ঢাকাগামী এসএম এলিগেন্ট (ঢাকা মেট্রো ব ১১-০০৭০) বাসে তল্লাশী চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার চর খারুয়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে লুৎফর রহমান লালন (২৫) একই উপজেলার খারুয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে সুলতান মিয়া (১৯)।
গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই বাসের দুই যাত্রীর হেফাজতে ট্রাভেলস ব্যাগে রাখা ৩ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে। ওসি জানান, ধৃর্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

No comments:
Post a Comment