Monday, March 28, 2022

কাউনিয়ায় রেজিলিয়েন্স ওয়াশ অবকাঠামো হস্থান্তর বিষয়ক সভা

 


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় রেজিলিয়েন্স ওয়াশ অবকাঠামো স্থানীয় সরকারের নিকট হস্থান্তর বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আরডিআরএস বাংলাদেশ রি-কল প্রকল্পের আয়োজনে অক্সফ্যাম এর সহায়তায় সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন প্রকল্পের জেলা ফোকাল পার্সোন মো. আব্দুল্লাহ্। সঞ্চালনায় ছিলেন মো. রুহুল আমিন। বক্তব্য রাখেন টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম, হারাগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রাজু আহমেদ, রি-কল প্রকল্পের কাউনিয়া শাখার সিবিও লিডার, বিভিন্ন যুব সংঘের সভাপতিগণ।

বক্তব্যে সমাজের বিভিন্ন পরিবারের বিশুদ্ধ পানি স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন নিশ্চিন্তকরণ করতে চেয়ারম্যানসহ দায়িত্ববানদের প্রতি ব্যবস্থা নিতে দাবী জানানো হয়। সময় বিভিন্ন অসচ্ছল পরিবারের বিশুদ্ধ পানি স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন চিহিৃত করে তালিকা চেয়ারম্যানদের নিকট তুলে দেওয়া হয়।

সভায় চেয়ারম্যানরা বলেন বিশুদ্ধ পানি স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন নিশ্চিন্তকরণ আমাদের দ্বায়িত্ব যা আরডিআরএস বাংলাদেশ রি-কল প্রকল্প করছে।

No comments:

Post a Comment