Monday, March 28, 2022

কাউনিয়ায় মায়ের নামে স্কুলের ভিত্তি দিলেন বিচারপতি আক্তারুজ্জামান

 


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়া উপজেলার কৃতি সন্তান মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আক্তারুজ্জামান তাঁর মা মরহুমা মরিয়ম খাতুনের নামে বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামেপশ্চিম খোপাতি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) স্কুলের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন মাননীয় বিচারপতি মো. আখতারুজ্জামান।

সময় উপস্থিত ছিলেন বিচারপতির পত্নী সুলতানা রাজিয়া, জাতিসংঘের জনৈক উর্ধতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, উপজেলা .লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান, ইউপি চেয়ারম্যান আনছার আলী প্রমুখ।

কোমলমতি শিশুদের বিকশিত শিক্ষা গ্রহণে স্কুল প্রতিষ্ঠা করায় বিচারপতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে নানা শ্রেণীপেশার মানুষ।

No comments:

Post a Comment