নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া উপজেলার বরুয়াহাট কেরামতিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা, রচনা-চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওলানা তোজাম্মেল হোসেনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, আনোয়ারুল হক, গভনিং বর্ডির সদস্য আতিয়ার রহমানসহ অনেকেই।
এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং শিশু সমাবেশ ও আনন্দ র্যালিতে
অংশগ্রহণ করেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
No comments:
Post a Comment