নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ৬১টি থানার মধ্যে সামগ্রিক কর্মমূল্যায়নে রংপুরের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুমুর রহমান মাসুম চতুর্থবার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার
(১৬ মার্চ) রংপুর রেঞ্জের ডিআইজি সম্মেলন কক্ষে এক সভায় ফেব্রুয়ারি/২০২২ মাসের অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জুয়া প্রতিরোধ ও গ্রেফতারী পরোয়ানা তামিলসহ নানা অপরাধ মোকাবিলায় কর্মতৎপরতায় সামগ্রিক সফল অগ্রগতির জন্য তাকে ফের রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা করা হয়।
এ সময় মাসুমুর রহমানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিপিএমসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
ওসি মাসুমুর রহমানের বাড়ী লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামে। ওসি মাসুম শ্রেষ্ঠ হওয়ায় কাউনিয়া উপজেলার সাধারন মানুষ তাকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেছেন।
No comments:
Post a Comment