Saturday, April 23, 2022

আরিফা ফুড প্রোডাক্টসে্র ঈদ উপহার বিতরণ



নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এতিম শিশুদের পাঞ্জাবি-পাজামা, দরিদ্র নারী-পুরুষের মধ্যে শাড়ি নগদ টাকা বিতরণ করেছে আরিফা ফুড প্রোডাক্টস্ (চমক)

শনিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে শতাধিক মানুষের মাঝে চমক ঈদ উপহার হিসেবে এসব বিতরণ করা হয়।

সহকারি কমিশনার (ভুমি) মো. মেহেদী হাসান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

সময় উপস্থিত ছিলেন- আরিফা ফুড প্রোডাক্টস্ স্বত্বাধিকারী মো. আতাউর রহমান তার পিতা মো. আব্দুল ওহাব, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মো. সারওয়ার আলম মুকুল, অনলাইন প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান, ইউপি সদস্য মো. আনোয়ারুল ইসলাম, সাংবাদিক মো. জহির রায়হান প্রমূখ।

আতাউর রহমান জানান, আনন্দ বিলিয়ে দেওয়ার মধ্যে উৎসবের পূর্ণতা পাওয়া আর কিছু অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে এবারো ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

No comments:

Post a Comment