Wednesday, April 27, 2022

কাউনিয়ায় নির্মাণাধীন বীর নিবাসে ছাঁদ ঢালাই উদ্বোধন

 

নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মাণাধীন বীর নিবাসে ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের হলদীবাড়ি গ্রামে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের নির্মাণাধীন বীর নিবাসে ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া।

সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, ঠিকাদার মঞ্জুম আলী প্রমূখ।

সংশ্লিষ্টরা জানায়, মুজিববর্ষে অসচ্ছল মক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহারে প্রথম দফায় একটি প্যাকেজে ১২টি বাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক ভাবে নির্মাণ কাজ চলছে। প্রতিটি বাড়ী নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। চলতি বছরের ফেব্রুয়ারী টেন্ডার প্রাক্কলন অনুযায়ী নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

No comments:

Post a Comment