Friday, April 29, 2022

কাউনিয়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১


নিজস্ব
সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানাপুলিশ। শুক্রবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আর-কে রোডে হলদীবাড়ী রেলগেইট এলাকায় লালমনিরহাটের বুড়িমারী থেকে ঢাকাগামী হাবিব পরিবহন (ঢাকা মেট্রো ১৪-৫৯৫৩) বাসে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত
মাদক কারবারী হলেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল চৌধুরীবাড়ী গ্রামের সেলিম আহম্মেদের ছেলে কাউছার আহম্মেদ (৩১)

বাস যাত্রীবেশে মাদকদ্রব্য নিয়ে আসছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমানের নেতৃত্বে এসআই ওসমান গণি সঙ্গীয় অফিসার একদল পুলিশ তল্লাশী চালিয়ে ওই বাস যাত্রীর সাথে থাকা একটি সোল্ডার ব্যাগ থেকে সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেন।

ওসি জানান, ধৃত আসামী নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য বহন করায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

No comments:

Post a Comment