Monday, May 9, 2022

কাউনিয়ায় প্রত্যাশার আলো পত্রিকার বর্ষপূর্তিতে বস্ত্র বিতরণ

 

নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার ৭ম বর্ষপূর্তি ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে উপজেলার অর্ধশত মসজিদের মুয়াজ্জিনদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (০৯ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেট কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া। সভাপতিত্ব করেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক প্রকাশক সারওয়ার আলম মুকুল।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আনছার আলী, আলহাজ্ব রাজু আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আরিফ মাহফুজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, তথ্যসেবা কর্মকর্তা অঙ্কনা জাহান, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ, বালাপাড়া ইউনিয়ন .লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ সরকার প্রমূখ।

উপস্থিত ছিলেন- প্রত্যাশার আলোর নির্বাহী সম্পাদক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাংবাদিক মিজানুর রহমান, নিতাই রায়, সাইফুল ইসলাম, জহির রায়হান, সাইদুল ইসলাম, প্রত্যাশার আলোর পীরগাছা প্রতিনিধি মনজুরুল ইসলাম মিলনসহ অনেকেই।

No comments:

Post a Comment