Thursday, April 7, 2022

কাউনিয়ায় হামদ-নাত ও ক্বিরাত প্রতিযোগিতা উদ্বোধন

 


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে জিন্নাহ-চম্পা ফাউন্ডেশন এর উদ্যোগে এবং কাশফুল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ বাস্তবায়নে আন্তঃ উপজেলা হামদ-নাত ক্বিরাত প্রতিযোগিতা ২০২২ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন।

সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, ইউপি চেয়ারম্যান আনছার আলী, রাশেদুল ইসলাম, আলহাজ্ব রাজু আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কাশফুল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের দুই ক্ষুদে উপস্থাপক সুমাইয়া ওহী।

সংশ্লিষ্টরা জানায়, জিন্নাহ-চম্পা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিন্টুর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ৬টি ইউনিয়নে পৃথক ভাবে গ্রুপ ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনে বালাপাড়া ইউনিয়নের ৭৮ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়।

No comments:

Post a Comment