Monday, May 16, 2022

কাউনিয়ার প্রিয় ব্যক্তিত্ব নুরুল ইসলাম মেম্বারের দাফন সম্পন্ন

 

নিজস্ব সংবাদদাতা 
প্রিয় ব্যক্তিত্ব রংপুরের কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক বালাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নুরুল ইসলাম (৫৮) এর দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৫ মে) রাত সাড়ে ১১টার দিকে অসুস্থতা জনিত কারনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মাত্র কয়েকমাস আগে তাঁর শরীরে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। তিনি ভারতসহ ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন। তাঁর মৃত্যু কালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী অনেক গুণাগ্রাহী রেখে গেছেন। হাজারো মানুষের অংশগ্রহণে পরদিন সোমবার সকালে উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে নামাজে জানাজা শেষে আরাজি খোর্দ্দ ভুতছাড়া নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি মৃত্যুর আগ পর্যন্ত পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ এর নীতি আদর্শে উজ্জীবিত হয়ে জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। দুইবার তিনি ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি কাউনিয়া কলেজ কাউনিয়া মহিলা কলেজের গভর্নিংবডির সদস্য, কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি, কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ কেন্দ্রীয় কবরস্থানসহ স্থানীয় মসজিদ মাদ্রাসায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ এলাকার নানা শ্রেণীপেশার মানুষ।

No comments:

Post a Comment